Planted 33,105 Trees....Mission to plant 1 Lac Trees

Wednesday, March 29, 2017

Story of Humming Bird


One day a terrible fire broke out in a forest - a huge woodlands was suddenly engulfed by a raging
wild fire. Frightened, all the animals fled their homes and ran out of the forest. As they came to the
edge of a stream they stopped to watch the fire and they were feeling very discouraged and
powerless. They were all bemoaning the destruction of their homes. Every one of them thought
there was nothing they could do about the fire, except for one little hummingbird.
This particular hummingbird decided it would do something. It swooped into the stream and picked
up a few drops of water and went into the forest and put them on the fire. Then it went back to the
stream and did it again, and it kept going back, again and again and again. All the other animals
watched in disbelief; some tried to discourage the hummingbird with comments like, "Don't bother,
it is too much, you are too little, your wings will burn, your beak is too tiny, it’s only a drop, you
can't put out this fire."

And as the animals stood around disparaging the little bird’s efforts, the bird noticed how hopeless
and forlorn they looked. Then one of the animals shouted out and challenged the hummingbird in a
mocking voice, "What do you think you are doing?" And the hummingbird, without wasting time or
losing a beat, looked back and said, "I am doing what I can."



ওয়াঙ্গারি মাথাই এই ক্ষুদ্র গল্প অনেকবার শুনিয়েছেন। বন পরিষ্কার করার জন্য আগুন ধরিয়ে দেওয়া হলে সব বন্যপ্রাণী পালাতে শুরু করল। কিন্তু হামিংবার্ড তাদের সঙ্গে যেতে রাজি হলো না। বরং সিদ্ধান্ত নিল নদী থেকে পানি এনে আগুন নেভাবে। হামিংবার্ড ছোট্ট ঠোঁটে একবিন্দু করে পানি এনে আগুনের ওপর ঢালতে থাকে। কিন্তু আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে।
হামিংবার্ডের এই কাজ দেখে অন্য জন্তু-জানোয়ারগুলো অবাক! সবাই জানে সবচাইতে ছোট্ট পাখি এই হামিংবার্ড, তাই ওকে তাচ্ছিল্যভরে একজন জিজ্ঞেস করলো — “তুমি এটা কী করছো হামিং?”। ছোট পাখিটি উত্তর দিলো, “আমার সামর্থ্যে যতটুকু সম্ভব, আমি ততটুকুই করছি”।
তবুও তো হামিংবার্ড তার সাধ্যমতো করেছে। যদি সবাই সাধ্যমতো এতটুকু করে করত তাহলে বোঝা যেত পরিবর্তনটা কত বড়।

No comments:

Post a Comment