Our mission is to plant 1,00,000 Trees. We just request you to plant same number of Trees of your age and then one tree each year.
Friday, March 17, 2017
বৃক্ষপ্রেমিক আতাউল গনি
চলনবিলের বৃক্ষপ্রেমিক আতাউল গনি। ২০০৫ থেকে ১১ বছরের নীরব সাধনায় মহাসড়ক, খালের পাড়, গ্রামের কাঁচা মেঠোপথের দুধারে বনায়ন এবং স্বেচ্ছায় গোরস্তান, শ্মশান, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে ৫০ হাজারের বেশি চারা বিতরণ করেন তিনি। নিজ উপজেলা সিংড়ার চলনবিলসহ নাটোরের বিভিন্ন এলাকা ও রাজশাহী জেলাধীন গোদাগাড়ী উপজেলা পিরিজপুর ইউপি’র পিরিজপুর থেকে হিজলগাছি হয়ে চানগোবিন্দপুর পর্যন্ত ৩.৫ কিমি.সহ মোট প্রায় ৩০ কিমি. ধরে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষে পূর্ণ সবুজের সমাহার সৃজনে আতাউল গনি হয়ে উঠেছেন সফল বৃক্ষসখা। আতাউল গনির বাড়ি উপজেলার চৌগ্রামে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment