Planted 33,105 Trees....Mission to plant 1 Lac Trees

Tuesday, June 13, 2017

Bamboo Facts

Bamboo is a Grass Not a Tree..Of all grasses, bamboo is the largest and the only one that can diversify into forest.


Bamboo is the fastest growing plant on the planet. It can grow 3 feet in height in 24 hours under appropriate climate conditions. Unlike other woody plants, bamboo reaches maturity after only 3 to 5 years. Bamboo releases 30% more oxygen into the atmosphere and absorbs more carbon dioxide compared to other plants.

Bamboos are the the largest grasses, sometimes reaching 100 ft (30 m) while the smallest ones have delicate stems no more than 10 centimeters (4 inches) tall.

Bamboo Grows 1 Meter a Day. Having said that, Guinness World Records states that the world record for the fastest growing plant on earth belongs to a certain bamboo species that grows up to 91 cm (35”) per day, which is almost 4 cm (1.5”) and hour, or at a speed of 0.00003 km/h (0.00002 mph).


Bamboo Survived Hiroshima An extraordinary example of bamboo's resilience is the fact that it was the only plant to survive the radiation of the atomic bombings in Hiroshima, Japan in 1945. The incinerating heat destroyed all trees and other plant life, except for one bamboo grove. The grove has since been removed, but culms from the grove are preserved in a museum in Hiroshima.

Read more at: https://www.bambooimport.com/en/blog/facts-about-bamboo
Copyright © www.bambooimport.com
Bamboo Survived Hiroshima..An extraordinary example of bamboo's resilience is the fact that it was the only plant to survive the radiation of the atomic bombings in Hiroshima, Japan in 1945.The incinerating heat destroyed all trees and other plant life, except for one bamboo grove.


source


Read more at: https://www.bambooimport.com/en/blog/facts-about-bamboo
Copyright © www.bambooimport.com

Read more at: https://www.bambooimport.com/en/blog/facts-about-bamboo
Copyright © www.bambooimport.com

Sunday, June 11, 2017

আমাদের ১ম Associate Member

আমাদের ১ম Associate Member হিসেবে যুক্ত হবার জন্য প্রকৃতি শ্যামলিমাকে শুভেচ্ছা ও অভিনন্দন।
আমরা আশা করছি প্রকৃতি তার বন্ধুদের কে গাছ লাগাতে উৎসাহিত করবে ও Tree for Mankind Team এর সাথে তাদেরকে সম্পৃক্ত করে আমাদের লক্ষ পূরণে সাহায্য করবে।

Tree for Mankind প্রকৃতি শ্যামলিমার উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করছে।


Monday, June 5, 2017

বিশ্ব পরিবেশ দিবসে আমাদের তিনজন নতুন মেম্বার



আজ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে— ‘প্রাণের স্পন্দনে প্রকৃতির বন্ধনে।’ আমরা আনন্দিত যে ‘বৃক্ষরোপণ করে যে সম্পদশালী হয় সে’ স্লোগান নিয়ে আজ থেকে তিন মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিও শুরু হয়েছে ।সরকারের সাথে সাথে আমাদেরকেও নিজ নিজ জায়গা থেকে পরিবেশের প্রতি দায়িত্ব পালন করতে হবে, তবেই আমরা সুন্দর বাসযোগ্য এক পৃথিবী গড়তে পারবো।

Tree for Mankind আপনাদের অনুরোধ জানাচ্ছে নিজ নিজ বয়সের সমান গাছ লাগিয়ে নিজেদের দায়িত্ব পালন করে যেতে আমাদের নিজেদের অস্তিত্বের জন্যই। আমরা শুরু থেকেই আপনাদের বলে আসছি যে "নিজ নিজ বয়সের সমান গাছ লাগান কিংবা সেই গাছ আমাদেরকে উপহার দিন এবং আমাদের একজন মেম্বার হউন"।


http://www.treeformankind.org/p/team-members.htmlপরিবেশ দিবসে আমাদের তিনজন নতুন মেম্বার যুক্ত হওয়াতে আমরা খুবই আনন্দিত।

১। আহসান হাবিব উন নবী

২। আব্দুল কাদের খন্দকার

৩। নুরুননাহার নিপা

Tree for Mankind Team এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন আপনাদের জন্য।

 http://www.treeformankind.org/p/blog-page_12.html

আজ বিশ্ব পরিবেশ দিবস



আজ ৫ই জুন বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে— ‘প্রাণের স্পন্দনে প্রকৃতির বন্ধনে।’ অপরদিকে ‘বৃক্ষরোপণ করে যে সম্পদশালী হয় সে’ স্লোগান নিয়ে আজ থেকে তিন মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিও শুরু হয়েছে।


জাতিসংঘের পরিবেশ কর্মসূচি প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করে থাকে। এ বছর প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে_ Connecting People to Natureযার ভাবানুবাদ করা হয়েছে_ প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে। 

এবারের দিবসের স্লোগান_ I’m with nature’যার বাংলা ভাবানুবাদ আমি প্রকৃতির, প্রকৃতি আমার। 

 

Sunday, June 4, 2017

প্রত্যেকে তিনটা করে গাছ লাগাই: প্রধানমন্ত্রী শেখ হাসিনা


প্রধানমন্ত্রী বলেছেন, ‘প্রত্যেকটা মানুষ যাতে তিনটি গাছ লাগায়। ফলজ, বনজ, ওষুধি। আমরা বৃক্ষ রোপণের প্রকল্প হাতে নিয়েছি। একমাত্র বৃক্ষ রোপণ করে পরিবেশ দূষণ রক্ষা করতে পারি। প্রাকৃতিক বৈচিত্র রক্ষা করতে পারি।’
৪ জুন ২০১৭, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
তিনি বলেন, সুস্থ ভাবে বেঁচে থাকতে হলে পরিবেশ মানুষের অনুকূলে থাকতে হবে। আমাদের সব সময় প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে থাকতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করে চলতে হবে। সব মিলিয়ে আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, আধুনিকার দিয়ে তাকিয়ে থেকে যেন আমাদের পরিবেশের ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রতিটি ক্ষেত্রে আমাদের পদক্ষেপ নিতে হবে। শিল্পায়ন করতে হলে আমাদের যেন পরিবেশ নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

আসুন প্রতি মাসে মাত্র ৮ টাকা খরচ করি গাছের জন্য

মাত্র ১২ টি গাছ লাগিয়ে কিংবা আমাদেরকে উপহার দিয়ে আপনিও হতে পারেন Tree for Mankind এর একজন Associate Member.


গাছের উপকারিতা নিয়ে কারোরই সন্দেহ কিংবা প্রশ্ন থাকার কথা নয়। গাছ আমাদের পরিবেশ রক্ষা করার সবচেয়ে ভালো বন্ধু। গাছের অবদান আপনি টাকার অঙ্কে মিলাতে পারবেন না। মাত্র ১ টি বড় গাছ ৪ জন মানুষের অক্সিজেন সরবরাহ করার জন্য যথেষ্ট।

আমাদের মাঝে অনেকেই গাছ ভালোবাসি, গাছ-পালা পরিবেষ্টিত জায়গায় থাকতে পছন্দ করি, গাছের ছায়ার নিচে দাঁড়াতে চাই, কিন্তু নিজেদের আর গাছ লাগানো হয়ে উঠেনা। আবার অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও সময় সুযোগ কিংবা জায়গার অভাবে গাছ লাগানো সম্ভব হয়না, বড় শহরে সেটা  অসম্ভবের কাছাকাছি কাজ।

অনেকে আবার সুযোগ থাকলেও হয়তো ভাবেন গাছের দাম তথা খরচের কথা। আসলে গাছ লাগানোর খরচ খুবই কম যদি সেটা আপনি সংগ্রহ করেন সরকারী বন বিভাগের নার্সারি থেকে। প্রতিটি গাছের মূল্য মাত্র ৫ টাকা। আমরা(Tree for Mankind Team) বন বিভাগ থেকে গাছ কিনে সেটা স্কুলের বাচ্চাদের বিতরণ করি, যাতায়াত খরচ সহ মোটামুটি ৮ টাকা মাত্র।

তাই আপনাদের অনুরোধ করছি আসুন প্রতি মাসে মাত্র ৮ টাকা খরচ করি গাছের জন্য । বছরে ১২ টি গাছ লাগাতে মাত্র ৯৬ টাকা লাগবে ।   




Thursday, June 1, 2017

New Active Member

Today We have got a new active member, Syed Yusuf Ferdous

Congratulations for Joining our Team.

http://www.treeformankind.org/p/blog-page_12.html

http://www.treeformankind.org/p/team-members.html

On 1st June 2017 we have 140 Followers on our Facebook Page.