Planted 33,105 Trees....Mission to plant 1 Lac Trees

Sunday, May 10, 2020

Friday, January 17, 2020

শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যারের কাছে একটি অনুরোধ


শ্রদ্ধেয় প্রিয় স্যার,


সালাম নিবেন। প্রথমেই আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার করতে চাই আপনার শত ব্যস্ততার মাঝেও আমার এই লেখাটা পড়ছেন বলে। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন কখনো বলার সাহস পাইনি - আপনি আমার প্রিয় মানুষদের মাঝে অন্যতম একজন। আপনার ছাত্র হতে পেরে যে গৌরববোধ করি তা আমৃত্যু আমার চলার পাথেয়।

আজকে বিশেষ একটি উদ্দেশ্য নিয়েই আপনাকে লিখছি স্যার। আপনি জেনে খুশি হবেন আমরা কয়েকজন বন্ধু ও সহকর্মী মিলে ২০১৭ সাল থেকে Tree for Mankind নামে একটি সংগঠন পরিচালনা করছি। আমাদের এ সংগঠন বাংলাদেশ বন বিভাগ থেকে ফলজ বনজ ও ওষধি গাছের চারা সংগ্রহ করে বিভিন্ন জেলার স্কুলের শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে তুলে দিই। এখন পর্যন্ত আমরা ৪৩ টি স্কুলের ২৩,৮০০ জন শিক্ষার্থীর হাতে ২৩,৮০০ টি গাছের চারা উপহার দিতে সমর্থ হয়েছি। আমরা স্বপ্ন দেখি এই Tree for Mankind সারাদেশে এক সময় এক কোটি গাছের চারা রোপণ করবে এবং তা হবে বিভিন্ন স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের হাত ধরে। আমরা বিশ্বাস করি একজন শিক্ষার্থীকে তার শৈশবে যদি বৃক্ষ রোপনে উদ্বুদ্ধ করা যায় তবে তার হাতে তুলে দেয়া গাছটির প্রতি সে বিশেষ যত্ন নিবে এবং এক সময় তার বেড়ে উঠার সাথে সাথে সেই গাছটিও বেড়ে উঠবে। আর তখনই আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে।


স্যার আপনার কাছে আমাদের Tree for Mankind এর পক্ষ থেকে একটি অনুরোধ থাকবে, আপনার আগামী কোনো লেখনীতে কিংবা বই মেলায় প্রকাশিতব্য কোনো বইয়ের কোন একটি অংশে আমাদের স্কুলগামী ও কলেজগামী শিক্ষার্থীদেরকে যদি বৃক্ষ রোপনে উদ্বুদ্ধ করতেন, তাহলে আমাদের Tree for Mankind এর স্বপ্ন আরো বেশি বেগবান হবে।


স্যার আপনার লেখনী দ্বারাই আমাদের কৈশোরের স্বপ্নগুলো আন্দোলিত হতো, আজো আপনার লেখা পড়েই নতুন করে স্বপ্ন দেখি। তাই আমরা বিশ্বাস করি এ প্রজন্ম ও ভালোকিছুর স্বপ্ন দেখবে আপনার হাত ধরে।
ধন্যবাদ স্যার এভাবে যুগ যুগ ধরে আমাদের ও আমাদের পরবর্তী প্রজন্মের অনুপ্রেরণা হয়েছেন বলে।
অনেক ভালো থাকুন আপনি। আপনার সুস্থতা আর দীর্ঘায়ু কামনা করছি।



Thursday, January 16, 2020

ইত্যাদির কাছে আমাদের চিঠি



সৃষ্টিলগ্ন থেকেই দেশে এবং দেশের বাইরে “ইত্যাদি” অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান। যদিও অনুষ্ঠান শুরু হওয়ার সময় লেখা থাকে এটি একটি “বিনোদন মূলক অনুষ্ঠান” কিন্তু এখানে শিক্ষনীয় ও সচেতনতামূলক অনেক বিষয় থাকে সবসময়, অত্যন্ত সুন্দর ভাবে তুলে ধরা হয় সেগুলি। যেমন ধরা যাক “আমন্ত্রিত অতিথিদের নিয়ে পর্ব”। এখানে আমন্ত্রিত অতিথিদের নির্বাচনে যে প্রশ্নগুলি করা হয় তাতে অনেক কিছু জানা যায়। এরপর তাদের নিয়ে যে পর্বটুকু থাকে সেখানেও ইতিহাস ও সংস্কৃতির একটা ব্যাপার থাকে। এরপর যখন পুরস্কারের ব্যপারটা আসে তখন দেখা যায় বিভিন্ন পুরস্কারের সাথে “মহামূল্যবান বই” এবং “পরিবেশ বান্ধব গাছ” দেয়া হয়।

আজকে ইত্যাদির কাছে আমাদের চিঠি লেখার উদ্দেশ্য এই “পরিবেশ বান্ধব গাছ” নিয়েই। পরিবেশ সচেতন অনেকেই ব্যক্তিগত উদ্যোগে বা সাংগঠনিক ভাবে গাছ লাগাচ্ছেন। কিন্তু এই গাছ গুলি আসলে সবই পরিবেশ বান্ধব হয় না।

আমরা পরিবেশের জন্যে ক্ষতিকর(যেমনঃ আকাশমণি, ইউক্যালিপটাস) কোন গাছ দেই না। আমাদের প্রথম পছন্দ ঔষধি গাছ, তারপর ফলদ, এরপর বনজ। আর এই গাছগুলি আমরা দেই স্কুলের বাচ্চাদের(৩য় থেকে ৮ম/৯ম শ্রেণী)। তারা সবাই ১ টা করে গাছের মালিক। ঐটার দেখাশোনা করা, যত্ন নেয়ার দায়িত্ব তাদের – এটা জানার পর খুব খুশি হয়ে, আগ্রহ নিয়ে তারা গাছের চারাগুলি নেয়। আমরা গত তিন বছরের অভিজ্ঞতা থেকে দেখেছি স্কুলের বাচ্চাদের গাছ উপহার দিলে সেই গাছের টিকে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

আমাদের দেশে প্রতিটা শ্রেণীতে গড়ে কমবেশি ২০-২২ লক্ষ বাচ্চা পড়াশোনা করে। সে হিসেবে ৩য় থেকে ৮ম শ্রেণীর বাচ্চাদের দিয়ে একসাথে ১ কোটি গাছ লাগানো সম্ভব। আর এটা প্রতি বছরই জাতীয় শিশু দিবসে (বঙ্গবন্ধুর জন্মদিন) করা যায়। আমরা গাছ সংগ্রহ করি মূলত বন বিভাগ থেকে, যার মূল্য মাত্র ৫ টাকা, যাতায়াত সহ আমাদের গাছ প্রতি খরচ হয় ৮ টাকা। অর্থাৎ সরকার চাইলে ৮ কোটি টাকা খরচ করেই ১ কোটি গাছ লাগানোর উদ্যোগ নিতে পারেন।

ইত্যাদির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, বন ও পরিবেশ মন্ত্রনালয় এবং শিক্ষা মন্ত্রনালয় এর কাছে আবেদন জানাচ্ছি বাচ্চাদের মাধ্যমে গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা যায় কিনা বিবেচনা করে দেখার জন্য।

Monday, January 13, 2020

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন


আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে ২০২০ ও ২০২১ সালকে 'মুজিব বর্ষ' ঘোষণার কথা জানিয়েছেন । 

মুজিব বর্ষ ঘিরে এরই মধ্যে ২৯৬টি পরিকল্পনাসংবলিত একটি মহাপরিকল্পনা নেয়া হয়েছে।  আশা করি এই মহাপরিকল্পনা খুব সুন্দর ভাবেই বাস্তবায়ন হবে।

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানাতে চাই, মুজিব বর্ষে এর সাথে আরেকটি ছোট্ট পরিকল্পনা নেওয়া হউক। স্কুলের বাচ্চাদের একটা করে গাছ তুলে দেয়া (সেটা ৩য় শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত হলেই হবে)। আর এতেই সারাদেশে ১ কোটি গাছ লাগানো হয়ে যাবে কারণ গতবছর প্রাথমিক সমাপনি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ২৯ লক্ষ, জেএসসিতে সে সংখ্যাটা ছিল ২৬ লক্ষ এবং প্রতি বছর সে সংখ্যা বাড়ছে। যদি ধরি ৬০% শিক্ষার্থী গাছ লাগাতে সম্ভব তবুও সেটা ১ কোটি।
আশার খবর হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি 'মুজিব বর্ষ' উপলক্ষে সারাদেশে এক কোটি গাছের চারা রোপণ করবে। (সুত্রঃ সমকাল ৭,নভেম্বর ২০১৯)

তবে আমরা গত তিন বছরের অভিজ্ঞতা থেকে দেখেছি স্কুলের বাচ্চাদের গাছ উপহার দিলে সেই গাছের টিকে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায়। কারণ গাছটির যত্ন স্কুলের বাচ্চাটিই নিবে, তাছাড়া তাদের মধ্যে গাছ লাগানোর একটা অভ্যাস তৈরি হবে। আর এটা প্রতি বছরই বঙ্গবন্ধুর জন্মদিনে (জাতীয় শিশু দিবস) করা সম্ভব। আর আমরা গাছ সংগ্রহ করি মূলত বন বিভাগ থেকে, যার মূল্য মাত্র ৫ টাকা, যাতায়াত সহ আমাদের গাছ প্রতি খরচ হয় ৮ টাকা। অর্থাৎ সরকার চাইলে ৮ কোটি টাকা খরচ করেই ১ কোটি গাছ লাগানোর উদ্যোগ নিতে পারেন।

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাই আবেদন জানাচ্ছি বাচ্চাদের মাধ্যমে গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা যায় কিনা বিবেচনা করে দেখার জন্য।