Planted 33,405 Trees....Mission to plant 1 Lac Trees

Thursday, March 23, 2017

রুপসদি গ্রামে যাচ্ছি ২১০০গাছ নিয়ে

অল্প কয় দিনেই O2(Tree for Mankind) এর  facebook Page এ ৭২ জন সদস্য হয়ে গেছি। আমরা মোট ৩০০ টি গাছের চারা লাগিয়েছি। অর্থাৎ জনপ্রতি ৪টি গাছ লাগানো হয়েছে বলা যেতে পারে। আমরা চাই আপনিও বলুন আমরা ৩০০ টি গাছ লাগিয়েছি কিংবা বলুন আপনি ৪ টি গাছ লাগিয়েছেন। O2(Tree for Mankind)  যা গাছ লাগাবে সবটাই আপনাদের অবদান হিসেবে গণনা করবে সবসময়। কারন আপনি হয়তো নিজে গাছ লাগাচ্ছেন না, কিন্তু আপনি তো আমাদেরকে সাপোর্ট করছেন বলেই এই প্রজেক্টের একজন সদস্য।

আমরাও চাইবো আপনারা নিজে নিজে যে গাছ লাগাবেন (ইনডোর প্ল্যান্ট হলেও) তা আমাদেরকে জানান , আমরাও সেটাকে গণনা করতে চাই যদি আপনার আপত্তি না থাকে :)

খুব শীঘ্রই(১লা এপ্রিল ২০১৭) আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রুপসদি গ্রামে  যাচ্ছি কমপক্ষে ২১০০গাছ নিয়ে। 

This is the "Jamidar Bari". It was established in 1912 A.D. This is the symbol of heritage in Bancharampur Upazilla. It situated at village Rupasdi.



No comments:

Post a Comment