Planted 33,405 Trees....Mission to plant 1 Lac Trees

Friday, July 14, 2017

২৬০০ নয় ৩১০০ গাছ

আপনারা জেনে খুশি হবেন যে ১৫ই জুলাই কুমিল্লা ও পরশুরাম গাছ উৎসবে আমরা পূর্ব ঘোষিত ২৬০০ গাছের পরিবর্তে ৩১০০ গাছ উপহার দিবো স্কুলের বাচ্চাদের তাদের নিজ নিজ বাড়িতে লাগানোর জন্য । কিছু সংখ্যক গাছ স্কুল ক্যাম্পাসেও লাগানো হবে।


কুমিল্লা জিলা স্কুল, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ফরিদা বিদ্যায়তন ও গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫০০ গাছ উপহার নিয়ে যাচ্ছি শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীরা তাদের নিজ নিজ বাড়ির আঙিনায় গাছ লাগাবে এবং কিছু গাছ স্কুল ক্যাম্পাসেও লাগানো হবে।

একই দিনে আমরা ফেনীর পরশুরাম উপজেলার তিনটি স্কুলে ৬০০ গাছ উপহার দিবো । আপনারাও আসুন আমাদের গাছ লাগানোর উৎসবে।

আপনিও আসুন আমাদের সাথে গাছ উৎসবে আপনার বয়সের সমান গাছ নিয়ে। কিংবা আপনি আমাদেরকে গাছ উপহার দিতে পারেন। আপনার পক্ষ থেকে আমরা গাছ লাগাবো দেশের কোন এক প্রান্তে।  

No comments:

Post a Comment