Planted 33,405 Trees....Mission to plant 1 Lac Trees

Tuesday, July 4, 2017

পরশুরাম উপজেলায় যাচ্ছি ৬০০ গাছ নিয়ে


ফেনী জেলায় অবস্থিত পরশুরাম উপজেলার উত্তর, পুর্ব ও পশ্চিমে ভারতের ত্রিপুরা রাজ্য এবং দক্ষিনে ফুলগাজী উপজেলা। কথিত আছে , অত্র এলাকায় জনৈক পরশুরাম চৌধুরী নামীয় একজন জমিদারের নামে পরশুরাম উপজেলার নামকরণ করা হয়।


মুক্তিযুদ্ধে পরশুরামের পশ্চিম অংশ ১নং এবং পূর্বাংশ ২নং সেক্তরের অধীনেছিল

পরশুরাম উপজেলায় তিনটি নদী রয়েছে (মহুরী, চিলনিয়া ও কহুয়া)।

জেলা সদর হতে দূরত্ব প্রায় ২৫কি:মি:।


দর্শনীয় স্থানঃ শমসের গাজীর দিঘী, জংলী শাহ-এর মাজার, আবদুল্লাহ শাহ-এর মাজার, বিলোনিয়া স্থল বন্দর , মালিপাথর বধ্য ভূমি

আগামী ১৫ই জুলাই পরশুরাম উপজেলায় যাচ্ছি ৬০০ গাছ নিয়ে, আপনিও আসুন আমাদের সাথে আপনার বয়সের সমান সংখ্যক গাছ নিয়ে কিংবা আপনার গাছ আমাদের উপহার দিন, আমরা গাছ লাগাবো আপনার হয়ে।

No comments:

Post a Comment