Planted 33,405 Trees....Mission to plant 1 Lac Trees

Thursday, April 27, 2017

এখন পর্যন্ত আমরা ৪৪০০ টি গাছ লাগিয়েছি

আপনাদের অবগতির জন্য আমরা জানাচ্ছি যে ধরিত্রী দিবসের অসমাপ্ত গাছ উৎসব আজ ২০০০ গাছ রোপণের মাধ্যমে শেষ করতে পেরে আমরা আনন্দিত। এখন পর্যন্ত আমরা ৪৪০০ টি গাছ লাগিয়েছি গত ২মাসে তিনটি জেলায়। ১৩ই মে বগুড়া যাচ্ছি ১০০০ গাছ নিয়ে যা আমাদের এই বছরের লক্ষমাত্রা(৫০০০) ছাড়িয়ে যাবে। আশা করছি এই বছরই আমরা কমপক্ষে ৮০০০ টি গাছ লাগাতে পারবো।


তাই আবারো বলছি
"আপনারা ও আসুন আপনাদের গাছ নিয়ে আমাদের সাথে, কিংবা আপনার আশে পাশেই গাছ লাগিয়ে আমাদের সাথে Tree For Mankind এর গাছ লাগানোর উৎসবে যোগ দিন, অথবা আপনার গাছ আমাদেরকে উপহার দিন, আমরা লাগিয়ে দিবো আপনার হয়ে বাংলাদেশের কোন এক প্রান্তে।"

No comments:

Post a Comment