Planted 33,105 Trees....Mission to plant 1 Lac Trees

Saturday, April 29, 2017

১৩ই মে বগুড়ায় আমাদের পরবর্তী গাছ উৎসব

বগুড়া শহর করতোয়া নদীর কোল ঘেঁষে অবস্থিত ।করতোয়া নদী উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়ে বগুড়াকে দুই ভাগে বিভক্ত করেছে । বগুড়ার উত্তরে গাইবান্ধা ও জয়পুরহাট জেলা পশ্চিমে নওগাঁ জেলা, দক্ষিনে সিরাজগঞ্জ জেলা এবং পুর্বে যমুনা নদী । বগুড়াকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়; মূলতঃ ঢাকা থেকে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় বগুড়া হয়ে যেতে হয় বলে এমনটি বলা হয়। বগুড়া শহরের আয়তন ২৬.৮৬ বর্গকিলোমিটার, যা ২১ টি ওয়ার্ড নিয়ে গঠিত।

মহাস্থানগড়
 বগুড়া জেলার আয়তন (বর্গ কিমি) ২,৯১৯ যা ১২ টি উপজেলা নিয়ে গঠিত। বগুড়া দইয়ের জন্য খুব বিখ্যাত। বগুড়া শহরে থেকে ১১ কিঃমিঃ উত্তরে মহাস্থানগড় অবস্থিত, যা একসময় প্রাচীন বাংলার রাজধানী ছিল এবং সেসময় পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের প্রধান মেজর জিয়াউর রহমান বগুড়ার জেলার গাবতলী উপজেলায় জন্মগ্রহন করেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বগুড়া ৭ নং সেক্টরের অধীনে ছিল ।


প্রধান নদীসমূহঃ
  1. করতোয়া
  2. বাঙ্গালী
  3. যমুনা
  4. নাগর
বগুড়া শহরে রয়েছে "নওয়াব প্যালেস" যা ব্রিটিশ আমলে "নীলকুঠী" নামে পরিচিত ছিল ।

আপনিও আসুন আমাদের সাথে আপনার বয়সের সমান গাছ নিয়ে Tree For Mankind এর গাছ লাগানোর উৎসবে কিংবা আপনার গাছ আমাদের উপহার দিন, আমরা লাগাবো আপনার হয়ে ।

No comments:

Post a Comment