Planted 33,405 Trees....Mission to plant 1 Lac Trees

Sunday, April 2, 2017

আমাদের আরেকটি সফল দিন


১লা এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়নে আমাদের দ্বিতীয় কার্যক্রম (O2BBR2100) সফলভাবে শেষ করতে পেরে আমরা খুবই আনন্দিত। আপনারাও খুশি হবেন জেনে যে আমরা এইবার ২১০০ গাছ রোপণ করেছি ৪ টি স্কুলের বাচ্চাদের মাধ্যমে। বাচ্চারা খুব হাসি-খুশি ভাবে গাছ গুলো গ্রহণ করেছে। সব স্কুলের শিক্ষকগণ খুবই আন্তরিকভাবে আমাদের সহযোগিতা করেছেন । উনারা স্কুল চলাকালীন সময়েও আমাদেরকে শরবত, চা, কফি, বিস্কুট, কলা, পেপে খাইয়ে আপ্যায়ন করেছেন, উনাদের আতিথিয়তায় আমরা মুগ্ধ।
এভাবেই  সবাই হাসি খুশি ছিল গাছ নেয়ার সময় 

 আমরা ৩১শে মার্চই গাছ গুলি নিয়ে পৌঁছে গিয়েছিলাম রূপসদীতে। রূপসদী (উঃ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আন্তরিক ভাবেই স্কুলের একটি রুম ব্যবহার করতে দিয়েছিলেন গাছ গুলো রাখার জন্য (আমরা উনার কাছে কৃতজ্ঞ) ।
আমরা ধন্য হাসি মুখ দেখতে পেয়ে

বলে রাখা ভালো আমরা ১৫০০ ফলের গাছ ও ৬০০ কাঠ গাছ নিয়ে গিয়েছিলাম ( যদিও আমাদের ইচ্ছা ছিল সব গুলোই ফলের গাছ দেয়ার, কিন্তু এক সাথে এতো ফলের গাছ সংগ্রহ করা একটু কষ্ট সাধ্য ব্যপার)।


 এইবার ফলের গাছের মধ্যে ছিল লটকন, পেয়ারা, চালতা আর অল্প কিছু লেবু ও জাম্বুরা গাছ। কাঠের গাছ ছিল আকাশমণি।
গাছ লাগানোর উপকারিতা বলছেন প্রধান শিক্ষক
সবাই খুশি(গাছ দিয়েও খুশি, নিয়েও খুশি)


চোখে মুখে আনন্দ








শিক্ষকদের আন্তরিকতায় আমরা মুগ্ধ




Quick Facts

Project: O2(Oxygen) Tree for Mankind
Code: O2BBR2100
Number of Tree: 2100(Lotkon, Calta, Peyara & Akashmoni)
Location: Rupasdi, Bancharampur, Brahmanbaria
Date: 1st April,2017


জমিদার বাড়ি

No comments:

Post a Comment