Planted 33,405 Trees....Mission to plant 1 Lac Trees

Tuesday, May 16, 2017

বগুড়া গাছ উৎসবের সাফল্য


গত ১৩ই মে বগুড়া গাছ উৎসবে ১৭০০ গাছ বিতরণের মাধ্যমে আমাদের মোট গাছের সংখ্যা দাঁড়ালো ৬১০০ যা আমাদের এই বছরের লক্ষ্যমাত্রা(৫০০০) ছাড়িয়ে গেছে, এই হিসেবে Tree for Mankind এখন পর্যন্ত সফল বলা যায়, যদিও গাছ গুলো যদি টিকে থাকে তবেই আমরা সত্যিকারের খুশি/সফল হবো।

তবে বগুড়া গাছ উৎসবের সাফল্য হিসেবে আমরা তিনজন নতুন মেম্বার পেয়েছি , যার জন্য Tree for Mankind তাদের কাছে কৃতজ্ঞ ।

আপনারা জেনে খুশি হবেন যে তিনজনের দুইজন Exclusive Member এবং অন্যজন Super Active Member হিসেবে Tree for Mankind Team এ যুক্ত হয়েছেন।


মোঃ তৌফিকুর রহমান তুষার আমাদের নতুন Super Active Member

শবনম মুশতারি ও আজমাইন তৌফিক আমাদের Exclusive Member

আজমাইন তৌফিক আমাদের কনিষ্ঠ সদস্য, যার বয়স মাত্র ৩ বছর, আজমাইন এর পক্ষে ২০০ গাছ উপহার দিয়েছেন  মোঃ তৌফিকুর রহমান।

No comments:

Post a Comment