Planted 31,355 Trees....Mission to plant 1 Lac Trees

Monday, June 5, 2017

আজ বিশ্ব পরিবেশ দিবস



আজ ৫ই জুন বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে— ‘প্রাণের স্পন্দনে প্রকৃতির বন্ধনে।’ অপরদিকে ‘বৃক্ষরোপণ করে যে সম্পদশালী হয় সে’ স্লোগান নিয়ে আজ থেকে তিন মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিও শুরু হয়েছে।


জাতিসংঘের পরিবেশ কর্মসূচি প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করে থাকে। এ বছর প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে_ Connecting People to Natureযার ভাবানুবাদ করা হয়েছে_ প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে। 

এবারের দিবসের স্লোগান_ I’m with nature’যার বাংলা ভাবানুবাদ আমি প্রকৃতির, প্রকৃতি আমার। 

 

No comments:

Post a Comment