Planted 33,405 Trees....Mission to plant 1 Lac Trees

Monday, June 5, 2017

বিশ্ব পরিবেশ দিবসে আমাদের তিনজন নতুন মেম্বার



আজ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে— ‘প্রাণের স্পন্দনে প্রকৃতির বন্ধনে।’ আমরা আনন্দিত যে ‘বৃক্ষরোপণ করে যে সম্পদশালী হয় সে’ স্লোগান নিয়ে আজ থেকে তিন মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিও শুরু হয়েছে ।সরকারের সাথে সাথে আমাদেরকেও নিজ নিজ জায়গা থেকে পরিবেশের প্রতি দায়িত্ব পালন করতে হবে, তবেই আমরা সুন্দর বাসযোগ্য এক পৃথিবী গড়তে পারবো।

Tree for Mankind আপনাদের অনুরোধ জানাচ্ছে নিজ নিজ বয়সের সমান গাছ লাগিয়ে নিজেদের দায়িত্ব পালন করে যেতে আমাদের নিজেদের অস্তিত্বের জন্যই। আমরা শুরু থেকেই আপনাদের বলে আসছি যে "নিজ নিজ বয়সের সমান গাছ লাগান কিংবা সেই গাছ আমাদেরকে উপহার দিন এবং আমাদের একজন মেম্বার হউন"।


http://www.treeformankind.org/p/team-members.htmlপরিবেশ দিবসে আমাদের তিনজন নতুন মেম্বার যুক্ত হওয়াতে আমরা খুবই আনন্দিত।

১। আহসান হাবিব উন নবী

২। আব্দুল কাদের খন্দকার

৩। নুরুননাহার নিপা

Tree for Mankind Team এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন আপনাদের জন্য।

 http://www.treeformankind.org/p/blog-page_12.html

No comments:

Post a Comment