Planted 33,105 Trees....Mission to plant 1 Lac Trees

Thursday, August 3, 2017

নারায়ণগঞ্জ গাছ উৎসব ৫ই আগস্ট

Tree for Mankind এর ৯ম গাছ উৎসব উদযাপনে আমরা এবার যাচ্ছি নারায়ণগঞ্জ জেলায় । আপনিও আসুন আমাদের গাছ উৎসবে আপনার বয়সের সমান গাছ নিয়ে কিংবা আমাদেরকে আপনার গাছ উপহার দিন, আমরা লাগাবো আপনার হয়ে বাংলাদেশের কোন এক প্রান্তে।

শীতলক্ষ্যা নদীর পাড়ে অবস্থিত নারায়ণগঞ্জ বাংলাদেশের বিখ্যাত নদী বন্দর।
সোনালী আশঁ পাটের জন্য প্রাচ্যের ড্যান্ডি নামে পরিচিত। 




রপ্তানী শিল্পে পাট যখন বাংলাদেশের প্রধানতম পণ্য, তখন নারায়ণগঞ্জ "প্রাচ্যের ডান্ডি" নামে খ্যাত থাকলেও বর্তমানে নিট গার্মেন্টস ও হোসিয়ারী হোসিয়ারী শিল্পের জন্য সুপরিচিত।
বিশ্বের সবচেয়ে বড় পাটকল আদমজী পাটকল নারায়ণগঞ্জে অবস্থিত ছিল যা বর্তমানে বন্ধ করে আদমজী ইপিজেড গড়ে তোলা হয়েছে।
রূপগঞ্জ ও সোনারগাঁও অঞ্চলের জামদানি মসলিনের কাপড় তৈরির ইতিহাস প্রায় সাড়ে ৪ শত বছরের পুরোনো।



সোনারগাঁও লোকশিল্প জাদুঘর, পানাম নগর, বিবি মরিয়মের মাজার, হাজীগঞ্জের দূর্গ,সোনাকান্দা দুর্গ, স্বামী দ্বিগবিজয় ব্রহ্মচারীর আশ্রমসহ অসংখ্য ঐতিহাসিক নিদর্শন রয়েছে এ জেলায়।

No comments:

Post a Comment