Planted 33,105 Trees....Mission to plant 1 Lac Trees

Wednesday, May 3, 2023

বিজ্ঞাপনটার কথা কি আপনাদের মনে আছে ?

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা এবং খ্যাতিমান অভিনেতা আবুল খায়ের অভিনীত একটা বিজ্ঞাপন শৈশবে বিটিভিতে প্রায়ই দেখতাম। যতদূর মনে পড়ে, কবিরাজ আবুল খায়ের গ্রামের একটি জায়গায় লোকজন জড়ো করে বলতে থাকেন-

আল্লাহর দান এই গাছ। যারা চিনতে পারে, তারা নিজেই নিজের চিকিৎসা করতে পারে, আর যারা চিনতে পারে না তাদের জন্য আছি আমি। আমি কবিরাজ। গাছ নিয়ে আমি প্রশ্ন করি, আপনারা উত্তর দেন।

কবিরাজ গাছ আমাদের কি কামে লাগে?

জনতা গাছ আমাগো অনেক কামে লাগে।

কবিরাজ –“যেমন?

জনতা –“গাছ আমাদের নানা রকম ফল দেয়।

কবিরাজ আর?

জনতা গাছ আমাদের ছায়া দেয়।

কবিরাজ আর?

জনতা লাকড়ি দেয়, চুলা জ্বালাই।

কবিরাজ আর?

জনতা কাঠ দিয়া খাট পালঙ্ক বানাই।

কবিরাজ হের লাইগা-বেবাক গাছ কাইটা ফালাইতাসে। কিন্তু আসল কথাটা কেউ কইলেন না। দমের কথা ! প্রতিটা নিঃশ্বাসের লগে আমরা যে অক্সিজেন নেই, সেটা কে দেয়?

ভাইসব একেকটা গাছ একেকটা অক্সিজেনের ফ্যাক্টরি। আর দেয় ওষুধ যা আমি আপনাগো পৌঁছাইয়া দেই। সব গাছ কাইটা ফালাইতাসে। আমি ঔষধ বানামু কি দিয়া?

বৃক্ষ মালিক কি গো কবিরাজ, কি খোঁজতাসেন?

কবিরাজ আইচ্চা, এইখানে একটা অর্জুন গাছ আছিলো না?

বৃক্ষ মালিক আছিলো, কাইট্টা ফালাইছি।

কবিরাজ এইখানে একটা শিশু গাছ আর ঐ মাথায় একটা হরতকী গাছ।

বৃক্ষ মালিক আছিলো , কাইট্টা ফালাইছি।

কবিরাজ আপনের গাছ?

বৃক্ষ মালিক হ । টেকার দরকার পড়ছে তাই বিক্রি করছি।

কবিরাজ গাছ লাগাইছিলো কে?

বৃক্ষ মালিক আমার বাবায়।

কবিরাজ আপনি কী লাগাইছেন ?

বৃক্ষ মালিক আমি কী লাগাইছি?

কবিরাজ হ, ভবিষ্যতে আপনার পোলারও টেকার দরকার হইতে পারে।

কবিরাজ আবারো সবাইকে জড়ো করে বলতে শুরু করেন

আমি আর আপনাগোর কবিরাজ নাই। আপনারা চাইলেও আমি আর ওষুধ দিতে পারুম না।

প্রশ্ন করতে পারেন কেন? উত্তর একটাই। সাপ্লাই শেষ। গাছ নাই তো আমার ওষুধও নাই। লাকড়ি বানায়া চুলায় দিছি, খাট পালঙ্ক বানায়া শুইয়া রইছি, টেকার দরকার পড়ছে গাছ কাটছি। যা কাইটা ফালাইসি তা কি পূরণ করছি? বাপ দাদার লাগানো গাছ কাটছি। নিজেগো সন্তানের জন্য কী রাখছি?

অক্সিজেনের ফ্যাক্টরি ধীরে ধীরে শেষ হইতাসে। চোখ ভইরা সবুজ দেখি না। ভবিষ্যতে কেমনে দম লইবেন?

জনতা- আহো, মিয়া ভাই তোমারে নিয়া একটা চারা গাছ লাগাই আর মনে মনে কই সবুজ দুনিয়া দেখতে চাই, বুক ভইরা দম নিতে চাই। আর আমাদের সন্তানেরা, তোমাগোর লাইগ্যা টাকার গাছ লাগাইলাম। অক্সিজেনের ফ্যাক্টরি বানাইলাম।


 

আবুল খায়েরের শেষ কথাটি ছিল: "এক একটা গাছ, এক একটা অক্সিজেনের ফ্যাক্টরী।" জনস্বার্থে বিজ্ঞাপনটি আবারো প্রচার করা হোক।

 

Courtesy: হুমায়ূনের ভুবন

 

No comments:

Post a Comment