Planted 33,405 Trees....Mission to plant 1 Lac Trees

Sunday, March 4, 2018

গাছ উৎসবের এক বছর



গত বছর ৪ঠা মার্চ(২০১৭) আমরা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মস্থানে আমাদের প্রথম গাছ উৎসবের আয়োজন করেছিলাম। সেদিন আমরা ৩০০ টি গাছ উপহার দিয়েছিলাম হাজী আব্দুর রহিম মাস্টার বিদ্যা নিকেতন স্কুলের বাচ্চাদের। 

Our First Tree Festival

এভাবে দশটি গাছ উৎসবের মাধ্যমে ১৪১৪৫ টি গাছ উপহার দিয়েছি ৩৩ টি স্কুলের শিক্ষার্থীদের। 



যারা আমাদের সাথে শুরু থেকেই আছেন তাঁদের প্রতি জানাচ্ছি কৃতজ্ঞতা। সবার আন্তরিক সহযোগিতার জন্যই ২০১৭ সালে ৫০০০ গাছ লাগানোর টার্গেট নিয়ে আমরা ১৪১৪৫ টি গাছ লাগাতে সক্ষম হয়েছি।
আপনারা জেনে খুশি হবেন যে এই বছর আমরা ২১০০০ গাছ লাগানোর আশা করছি। বৃষ্টিটা শুরু হলেই আমাদের গাছ উৎসবের আয়োজন করবো।
আপনারা যদি আপনাদের বয়সের সমান গাছ আমাদের উপহার দেন কিংবা নিজেই লাগান আপনার সুবিধা মতো কোন স্থানে তাহলেই আমাদের টার্গেটের চেয়েও বেশী গাছ লাগাতে পারবো খুব অল্প সময়েই।

তাই Tree for Mankind এর পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করছি আসুন এই বছর অন্তুত ২৫ টি গাছ আমাদের উপহার দিন, আমরা আপনার হয়ে গাছ পৌঁছে দেবো দেশের কোন এক স্থানে কোন এক গাছ উৎসবের মাধ্যমে। 


আমরা খুব খুশি হবো যদি আমাদের গাছ উৎসবে আপনিও উপস্থিত থাকেন।
 






No comments:

Post a Comment