Planted 37,000 Trees....Mission to plant 1 Lac Trees

Wednesday, July 26, 2017

New Exclusive Member

We are glad to inform you that A.H.M Rahat Ahmed become our new Exclusive Member. 

At Comilla Tree Festival
 
Let's give him a big hand for being an Exclusive Member.

He Contributed 500+ Trees till today.

He was present as Guest Member at our 1st Tree Festival.

After our first Tree Festival he joined Tree for Mankind Team as Active Member. 

We are happy to inform you that he attended our Third, Forth & Fifth Tree Festival in Mymensingh, Bogra & Comilla respectively. 

In each Tree Festival where he attended worked as like a day laborer, his active participation made our festival easy and well organized. 

Lot of Thanks & Congratulation for Rahat Ahmed from Tree for Mankind

http://www.treeformankind.org/p/team-members.html 


Tuesday, July 25, 2017

আজ সাড়ে চার লাখ চারা রোপণ করে বিশ্বরেকর্ড গড়বে রাউজান

 এক ঘণ্টায় সাড়ে চার লাখ ফলদ গাছের চারা রোপণ করে বিশ্বরেকর্ড গড়তে চায় চট্টগ্রামের রাউজানবাসী। 
ইতিমধ্যে চারা রোপণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ ২৫শে জুলাই, মঙ্গলবার সকাল ১১টা থেকে ১২টার মধ্যে উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটি এলাকায় এ কর্মসূচি পালিত হবে। কেবল বিশ্বরেকর্ড গড়ে গিনেস বুকে নাম লেখানোই এ কর্মসূচির লক্ষ্য নয়, এলাকাকে গ্রিন সিটিতে রূপান্তর, ফল ও পুষ্টির চাহিদা পূরণ এবং রপ্তানি, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য অব্যাহত রাখাই এ ব্যতিক্রমী উদ্যোগের লক্ষ্য। স্থানীয় সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে এ কর্মসূচিতে প্রায় দেড় কোটি টাকা ব্যয় হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। 

সাড়ে চার লাখ ফলদ গাছের চারা রোপণ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে রাউজান উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগ। ইতিমধ্যে সব প্রস্তুতি সেরে রেখেছে উপজেলা প্রশাসন। উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে চারা বিতরণ সম্পন্ন হয়েছে। রবিবার দুপুর ১২টায় উপজেলার উত্তরাংশের সাতটি ইউনিয়নের চেয়ারম্যান ও পৌরসভার ৯ ওয়ার্ডের কাউন্সিলরদের কাছে আড়াই লাখ চারা হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা বলেন ‘চট্টগ্রাম-রাঙামাটি, চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কের দুই পাশে, মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে, ইউনিয়ন পরিষদের পাশে, শিক্ষার্থীদের বাড়ির আঙিনা, নদীর পাড়, পাহাড়, খালের পাড়, বাঁধ, পুকুরপাড়সহ সবখানে লাগানো হবে এ চারা। এ কর্মসূচিতে স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী, স্কাউট, গার্ল গাইডসসহ ৮০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে চারা রোপণ করবে।


চার লাখ গাছের চারা রোপণ প্রাথমিক শিক্ষা অধিদফতরের

প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) উদ্যোগে গত ২৩শে জুলাই  সারা দেশের প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে চার লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। ডিপিই সূত্রে জানা গেছে, সারা দেশে প্রাথমিক শিক্ষকেরা নিজ খরচে প্রায় দুই কোটি টাকা মূল্যের গাছের চারা রোপণ করেছেন ১ ঘণ্টায়। ডিপিইর মহাপরিচালক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে নিজ নিজ অঞ্চলের বিদ্যালয় প্রাঙ্গণের রোপণ করা গাছের চারা সংরক্ষণ ও পরিচর্যার নির্দেশ দিয়ে চিঠি দিয়েছেন। আগামী বছর থেকে শিক্ষার্থীদের এ কর্মসূচিতে সম্পৃক্ত করা হবে।

গত রোববার দুপুর ১২টা থেকে ১টা, এই ১ ঘণ্টায় সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা চার লাখ গাছের চারা রোপণ করেন। সারা দেশের বিভিন্ন প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি), পিটিআইসহ দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা একযোগে গাছের চারা রোপণ করেন। এরই অংশ হিসেবে ওই দিন দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতর প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তাফা কামাল। এর আগে মন্ত্রী, সচিব ও ডিজি আগারগাঁওয়ের নবনির্মিত পিটিআই স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন।

ডিপিই ডিজি ড. আবু হেনা মোস্তাফা কামাল বলেন, সরকারের সবুজায়ন কর্মসূচিতে প্রাথমিক শিক্ষা অধিদফতর সব সময় সক্রিয়। আগামীতে শিক্ষক-কর্মকর্তাদের পাশাপাশি ছাত্রছাত্রী ও অভিভাবকদেরও এই কর্মসূচিতে সম্পৃক্ত করা হবে।

Monday, July 24, 2017

আমাদের ৭ম গাছ উৎসব ২৯শে জুলাই

Tree for Mankind এবার যাচ্ছে নরসিংদী জেলার বেলাবো উপজেলায় কমপক্ষে ২০০০ ফলের গাছ উপহার নিয়ে। 
 
বেলাবো বাজার কেন্দ্রীয় জামে মসজিদ


কুমিল্লা ও পরশুরাম গাছ উৎসব শেষে আমরা আশা প্রকাশ করেছিলাম আমাদের পরবর্তী গাছ উৎসব হবে ১২ই আগস্ট কুষ্টিয়ায়। আমরা খুবই আনন্দিত যে তার আগেই আমরা আরেকটি গাছ উৎসবের আয়োজন করতে যাচ্ছি ২৯শে জুলাই। সবচেয়ে বেশী সংখ্যক ফলের গাছ নিয়ে বেলাবো গাছ উৎসবের আর মাত্র ৫ দিন বাকী। 

এবারের গাছ উৎসবে আমাদের গাছের সংখ্যা ১১০০০ ছাড়িয়ে যাবে।

আপনারাও আসুন  Tree for Mankind এর সাথে আপনাদের বয়সের সমান সংখ্যক গাছ নিয়ে আমাদের বেলাবো গাছ উৎসবে।আপনি আপনার নিজের জায়গায় গাছ লাগান কিংবা আমাদেরকে আপনার গাছ উপহার দিতে পারেন, কিংবা আপনার এলাকায় গাছ উৎসবের আয়োজন করে আমাদের জানাতে পারেন আমরা গাছ নিয়ে উপস্থিত হবো নির্দিষ্ট সময়ে। 


        যোগাযোগ- নরসিংদী জেলা সদর হতে প্রায় ৩৫ কিলোমিটার
                     ঢাকা হতে প্রায় ৮২ কিলোমিটার


বেলাব উপজেলার উল্লেখ্য যোগ্য নদীর মধ্যে আড়িয়াল খাঁ পুরাতন ব্রহ্মপুত্র প্রধান।


দর্শনীয় স্থান
  • ওয়ারী বটেশ্বর।
  • শাহ ইরানী মাজার শরীফ।
  • বেলাবো বাজার কেন্দ্রীয় জামে মসজিদ।