Planted 33,405 Trees....Mission to plant 1 Lac Trees

Thursday, August 29, 2019

আপনারা সবাই আমন্ত্রিত ১৪তম গাছ উৎসব উদযাপনে


















২০১৯ সালের দ্বিতীয় গাছ উৎসব উদযাপনে আবারো যাচ্ছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলায়। গত ২০শে এপ্রিল আমরা এখানেই আমাদের প্রথম গাছ উৎসবের আয়োজন করেছিলাম। তখন আমরা ১৩০০ গাছ উপহার দিয়েছিলাম ৪ টি স্কুলের শিক্ষাথিদের এবং একটি মাদ্রাসায়। মাদ্রাসার প্রিন্সিপাল স্যার তখন আমাদের আরও ৫০০ গাছের চারা দেয়া যায় কিনা বিবেচনা করতে বলেছিলেন। আমরা কথা দিয়েছিলাম অবশ্যই নিয়ে যাবো পরের বার যখন গাছ উৎসব করবো ।

সবচেয়ে খুশির খবর হচ্ছে ২০শে এপ্রিল উপহার দেওয়া ১৩০০ গাছের প্রায় সব গাছই বেচে আছে এবং বড় বড় হয়েছে এই কদিনেই।

এবার আমরা ১৮০০ গাছের চারা উপহার হিসেবে নিয়ে যাচ্ছি। প্রধানত ফলজ , ঔষধি ও বৃক্ষ জাতীয় ফুলের গাছ (কৃষ্ণচূড়া, বকুল, জারুল) দিবো এবারের গাছ উৎসবে। 

৩১শে আগস্ট ২০১৯ Tree for Mankind এর ১৪তম গাছ উৎসবে আপনারা সকলেই আমন্ত্রিত । আসুন সবাই নিজ বয়সের সমান গাছ লাগাই আমাদের নিজ নিজ সুবিধাজনক স্থানে কিংবা আমাদেরকে আপনার গাছ গুলো উপহার হিসেবে দিতে পারেন। আপনার হয়ে আমরা লাগিয়ে দিবো গাছ উৎসবের মাধ্যমে।

আপনি আপনার বয়সের সমান গাছ লাগিয়ে কিংবা উপহার দিয়ে Tree for Mankind এর একজন সদস্য হতে পারেন। অন্তত আপনার একজন বন্ধুকে Tree for Mankind এর কথা জানান।

No comments:

Post a Comment