Planted 33,405 Trees....Mission to plant 1 Lac Trees

Thursday, January 4, 2018

সোহান ও জ্যোতি কে ধন্যবাদ ও শুভেচ্ছা



গতকাল (৩রা জানুয়ারী ২০১৮) সোহান ও জ্যোতির একটি উপহার আমাদেরকে মুগ্ধ করেছে। তাদের শখের অল্প অল্প করে জমানো টাকা Tree for Mankind এর ফান্ড এ জমা দিয়েছে আমাদের পরবর্তী গাছ উৎসবের জন্য। মাহমুদুল হাসান  সোহান ও রোকেয়া জ্যোতি আমাদের Member হিসেবে Tree for Mankind এর সাথে যুক্ত ছিলেন একদম শুরু থেকেই। গতকালের এই উপহার দিয়ে তাঁরা এখন আমাদের Active Member  

সোহান ও জ্যোতির জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ Tree for Mankind এর পক্ষ থেকে।

শুধু তাই নয় সোহান ও জ্যোতি আমাদের আরেকটি প্রজেক্ট  One Taka Fund (যার উদ্দেশ্য হচ্ছে সৎ দরিদ্র মানুষদের বিনা সুদে স্বল্প ব্যবসায়িক পুঁজি দিয়ে স্বাবলম্বী করতে সাহায্য করা )  যুক্ত হয়েছেন।

No comments:

Post a Comment