Planted 33,405 Trees....Mission to plant 1 Lac Trees

Sunday, May 7, 2017

বগুড়া গাছ উৎসবের আপডেট

আজকে আমরা ১৬০০ গাছের অর্ডার করেছি ১৩ই মে গাছ উৎসবের জন্য।

কাঁঠাল, কদবেল, ডালিম, মেহগনি, গর্জন, গামার, বকুল, কড়ই গাছ পেয়েছি বগুড়া বন বিভাগ থেকে।

গাবতলী উপজেলার ৫ টি স্কুলের শিক্ষার্থীদের মাধ্যমে গাছ গুলো লাগাবো এবং প্রত্যেকটি স্কুলের মাঠেও আমরা গাছ লাগিয়ে আসবো।

এই ১৬০০ গাছসহ মোট গাছ হবে ৬০০০ টি, যা আমাদের এই বছরের লক্ষমাত্রা ৫০০০ ছাড়িয়ে যাবে। আশা করছি এই বছর আমরা কমপক্ষে ৮০০০ টি গাছ লাগাতে পারবো ইনশাল্লাহ।

তবুও আমাদের ১লক্ষ গাছের মিশনের জন্য এই ৮০০০গাছ সামান্য অংশ মাত্র, কিন্তু আমরা বিশ্বাস করি আপনারাও যদি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় শরিক হন, ২০২৫ সালের অনেক আগেই আমরা আমাদের লক্ষ পূরণ করতে পারবো।


তাই আবারো বলছি
"আপনারা ও আসুন আপনাদের গাছ নিয়ে আমাদের সাথে, কিংবা আপনার আশে পাশেই গাছ লাগিয়ে আমাদের সাথে Tree For Mankind এর গাছ লাগানোর উৎসবে যোগ দিন, অথবা আপনার গাছ আমাদেরকে উপহার দিন, আমরা লাগিয়ে দিবো আপনার হয়ে বাংলাদেশের কোন এক প্রান্তে।"



No comments:

Post a Comment