Planted 33,405 Trees....Mission to plant 1 Lac Trees

Thursday, April 6, 2017

এবার যাচ্ছি গৌরীপুর ২০০০ গাছ নিয়ে


ময়মনসিংহ জেলা সদর থেকে ২০ কিলোমিটার পূর্বে গৌরীপুর উপজেলা সদর অবস্থিত।উপজেলা সদরের পশ্চিম পাশে পুরাতন ব্রহ্মপুত্র নদ অবস্থিত ।  এই উপজেলায় প্রাচীন স্মৃতি বিজড়িত অনেক ঐতিহাসিক স্থান রয়েছে । এ সমস্ত ঐতিহাসিক স্থান পর্যটককেদর দৃষ্টি আকর্ষণ করে থাকে । জেলা সদরের সাথে রেল লাইন এবং সড়ক পথ উভয় মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা রয়েছে । কারো কারো মতে গৌরীপুরের জমিদার শ্রী কৃষ্ণ চৌধুরীর গৌরী নামে এক মেয়ে ছিল। তার নাম অনুসারে এ উপজেলার নাম গৌরীপুর হয়েছে । আবার অনেকের মতে হিন্দুদের গৌরী দেবীর নাম অনুসারে এই স্থানের নাম গৌরীপুর রাখা হয়েছে ।


এখানেই যাচ্ছি আমরা 
২২শে এপ্রিল ইনশাল্লাহ।

আপনিও আসুন আমাদের সাথে আপনার বয়সের সমান গাছ নিয়ে কিংবা আপনার গাছ আমাদের সাথে শেয়ার করুন, আমরা লাগাবো আপনার হয়ে ।

কি যাবেন নাকি ???

আরও পড়ুন -

 যা ভাবছেন আসলে তা না 

 আমাদের আরেকটি সফল দিন 

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মস্থানে আমাদের প্রথম যাত্রা

 

2 comments: